খুলনায় ঘুস তবদির ছাড়া পুলিশে চাকরি পেল ৩২ জন
সুমন সরদার: খুলনায় ঘুস তবদির ছাড়া সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন। ১৪ ও ১৫ মে, সকাল ১০ হতে পুলিশ লাইন্স খুলনায় বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে খুলনা জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা গ্রহণ করেন খুলনা জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি টি, এম, মোশাররফ হোসেন ও নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ মহিদুল রহমান। পরবর্তীতে ১৫ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে খুলনা জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।
পুলিশ সুপার খুলনা উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে বলেন এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সঙ্গে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
বিআলো/তুরাগ