• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের নেপাল চ্যাপ্টার চালু 

     dailybangla 
    19th May 2025 9:39 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম আজ কাঠমান্ডুতে ১৫ জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি জাতীয় চ্যাপ্টার আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

    এই নবগঠিত আঞ্চলিক চ্যাপ্টারটি ২০২২ সালে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের সাথে নিবিড়ভাবে কাজ করবে। এই আঞ্চলিক ফোরামটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান এবং নেপালের সাংবাদিকদের একত্রিত করেছে।

    এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপে, সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের সভাপতি আশিস গুপ্ত, মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব এবং নেপাল চ্যাপ্টারের নবনিযুক্ত নির্বাহী কমিটির সদস্যরা আজ সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের সাথে সাক্ষাৎ করেছেন। আলোচনায় দুটি প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়। মি. সারওয়ার জলবায়ু সমর্থন ও সচেতনতার গুরুত্বপূর্ণ বিষয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

    নবগঠিত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের নেপাল চ্যাপ্টারের সভাপতি হিসেবে শ্রী রাম সুবেদী এবং সহ-সভাপতি হিসেবে ভীষ্ম রাজ ওঝা নেতৃত্ব দেবেন। বিকাশ আচার্য সাধারণ সম্পাদক এবং চাঁদনী হামাল কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

    এই চ্যাপ্টারের নিবেদিতপ্রাণ সদস্যদের মধ্যে রয়েছেন মুকেশ পোখরেল, বল কৃষ্ণ অধিকারী, সাবিন শর্মা, টিকা বন্দন, ইয়াম বাম, শোবিতা রিশাল, বালিকা মাদেন, নুমা থামসুহাং, বীরেন্দ্র কেএম, খগেন্দ্র ভান্ডারী এবং তুলা অধিকারী।

    সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম ২০২৫ সালের অক্টোবরে জনকপুরে একটি গুরুত্বপূর্ণ দক্ষিণ এশীয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা করছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার সাংবাদিক, বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকদের একত্রিত করে স্থানীয় জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা। ভারত ও বাংলাদেশে ইতোমধ্যে অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় নেপালে এই সম্মেলনটি একটি প্রধান আঞ্চলিক কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

    সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম ইতোমধ্যে তাদের ভারত চ্যাপ্টার প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের জন্য জাতীয় চ্যাপ্টার প্রতিষ্ঠার প্রক্রিয়াধীন রয়েছে। এই ফোরামের প্রধান কার্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত।

    এর আগে, রবিবার সফররত সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের একটি দল নেপালের বন ও পরিবেশমন্ত্রী মি. আইন বাহাদুর শাহী এবং আইসিআইএমওডি’র মহাপরিচালক ড. পেমা গ্যামৎসোর সাথে আলোচনায় অংশগ্রহণ করে। এই বৈঠকগুলোতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ সহযোগিতা এবং বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম:

    সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম হল একটি আঞ্চলিক নেটওয়ার্ক। ২০২২ সালে দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এই ফোরামটি এই অঞ্চলের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের মান, নির্ভুলতা এবং প্রভাব বৃদ্ধিতে বদ্ধপরিকর।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031