• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় আন্দোলনে যানজট, যাত্রীদের ভোগান্তি 

     dailybangla 
    21st May 2025 8:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন চলছেই। বিশেষ করে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ এলাকায় এসব আন্দোলনের কারণে যানজট লেগেই থাকে।

    সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতায় বুধবারও রমনা, শাহবাগ ও মতিঝিল থানা এলাকায় ভয়াবহ যানজট দেখা যাচ্ছে। এর নেপথ্য কারণ হিসেবে মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলনকে দায়ী করছেন যানবাহন চালক ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

    বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকরা সকাল থেকে মৎস্য ভবন ও এর আশপাশে আসতে থাকেন। এক পর্যায়ে মৎস্য ভবন ছাড়িয়ে একদিকে কাকরাইল, অন্যদিকে হাইকোর্ট গেট, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবনের আশপাশে বিপুল লোকসমাগম ঘটে। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই এলাকায় ব্যাপক যানজট দেখা দেয়। এতে সাধারণ যাত্রী, স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীসহ সবাই ভোগান্তিতে পড়েন।

    বাবার মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল আশফিয়া। রাস্তা আটকে দেওয়ায় যানজটে পড়ে মেয়েটি। আশফিয়ার বাবা সুফিয়ান বলেন, রাস্তা অবরোধ কর্মসূচি আগে থেকে জানা থাকলে অনেকেরই উপকার হয়। এরকম হুটহাট রাস্তা বন্ধ করার কারণে আমাদের মতো অনেকেরই বিপদে পড়তে হয়।

    অফিসযাত্রী মাসুদ বলেন, আন্দোলন করুক সমর্থন আছে। কিন্তু এভাবে রাস্তা বন্ধ করে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে না। গাড়িতে শিশু, বৃদ্ধ ও রোগীরা থাকেন। তাদের কথা চিন্তা করে রাস্তা অবরোধ কর্মসূচি সবার পরিহার করা উচিত।

    অন্যদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এতে ওই এলাকার সড়কেও যান চলাচলে ধীরগতি দেখা যাচ্ছে। এছাড়া দাবি আদায়ে প্রেসক্লাব ও সচিবালয়ের সামনেও নামতে দেখা যায় বিভিন্ন ব্যানারে আন্দোলনকারীদের।

    ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, রমনা ও শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে যানজট ছড়িয়ে পড়ছে। বিকল্প রাস্তা দিয়ে আটকে থাকা যানবাহন চলাচলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সড়কে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা।

    ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সোরোয়ার বলেন, আন্দোলনকারীরা সড়কে অবস্থানের কারণে শাহবাগ, রমনার পাশাপাশি মতিঝিল থানা এলাকায় সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকার ব্যস্ততম এক জায়গায় সড়কে যানজট সৃষ্টি হলে, সেটি আস্তে আস্তে বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে ডাইভারসন রোড দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তিনি আরও জানান, ঢাকায় সড়কের তুলনায় ছয় থেকে সাতগুণ যানবাহন বেশি আছে। প্রতিদিন সকাল ও বিকেলে যানবাহনের চাপ এমনিতেই সব সময় থাকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930