মির্জাগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় আ.লীগ নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
আবুল কালাম আজাদ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
হামলার শিকার মাধবখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা জাফর তালুকদার বাদি হয়ে মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার-সহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই মাধবখালী ইউনিয়নের বাসিন্দা। মামলার এজাহারে থেকে জানা যায়, ভুক্তভোগী মাধবখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা জাফর তালুকদার ও মাহবুব সরদার একটি চা দোকানে বসা ছিলো। এ সময় আসামি আবু উবায়েদ (জুয়েল), আবু বকর সিদ্দিক ( রবিন ) ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার পূর্ব বিরোধের জেরে মাহবুব সরদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন জাফর তালুকদার প্রতিবাদ করিলে তাকে ও মাহবুব সরদারকে এলোপাতাড়ি মারধর করে।
এ সময় লোকজন এগিয়ে আসলে জাফর তালুকদার ও মাহবুব সরদার এখান থেকে চলে যায়। পরে দ্বিতীয়বার ওই তিনজনসহ উল্লেখিত আসামিরা নিউ মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় বসে জাফর তালুকদার ও মাহবুব সরদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
বিআলো/তুরাগ