শরীয়তপুরে টিআরসি নিয়োগের ফলাফল প্রকাশ
সুমন সরদার: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৫ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে শরীয়তপুর জেলা হতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের শরীয়তপুর জেলার প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে শরীয়তপুর জেলা হতে মোট ১৬ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে নারী সদস্য ১ জন এবং পুরুষ সদস্য ১৫ জন রয়েছে। এছাড়াও ৩ জন প্রার্থী অপেক্ষমান রয়েছে।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেলসহ শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি