ঝমকালো এক সন্ধ্যা দিয়ে উদ্বোধন হলো কোয়াবের ICBC EXPO 2025
সীমা আক্তার: ঝমকালো এক সন্ধ্যা দিয়ে উদ্বোধন হলো কোয়াবের ICBC EXPO 2025।
আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (COAB)-এর উদ্যোগে International Cable TV, Broadcasting & Communication (ICBC) Expo 2025-এর উদ্বোধন হয়।
এই মেলায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর অফিসিয়াল থ্রি সিক্সটি এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে হেডকোয়ার্টার বিডি লিমিটেড।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জহির উদ্দিন আল মামুন ট্রেজারার এডকো, মোঃ ইমাদুর রহমান ম্যানেজিং ডিরেক্টর বি এ সি এল, উদ্বোধন ঘোষণা করেন।কোয়াব এবং হেডকোয়ার্টার বিডি লিমিটেড-এর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। কোয়াব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এ. বি. এম সাইফুল হোসেন।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিজাম উদ্দীন মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম,কামরুল আলম শামীম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন। অন্যদিকে, হেডকোয়ার্টার বিডি লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুরঞ্জিত সিনহা রানা, ব্যবস্থাপনা পরিচালক তামিম হাসান, পরিচালক পল্লব গোস্বামী।
এ বিষয়ে কোয়াব সভাপতি এ. বি. এম সাইফুল হোসেন বলেন, এবার ২৮ বছর পার হলো কোয়াবের ৪০ টি বেসরকারি বাংলাদেশী টিভি চ্যানেলের। তিনি আরো বলেন, ‘ক্যাবল ‘টিভি শিল্পটিকে ডিজিটাইজেশন করার লক্ষ্যে এবং ক্যাবল ও ব্রডব্যান্ড খাতের অগ্রযাত্রায় কোয়াব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এবারের EXPO তে অংশগ্রহণ করেছে দেশের অনেক স্বনামধন্য টেকনোলজি কোম্পানি। নতুন প্রযুক্তি হাতে নিয়ে দেখার জন্য আইসিবিসি এক্সপো 2025 এর এই মেলায় দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়।
বিআলো/তুরাগ