সাগরের লঘুচাপটি নিম্নচাপ হতে পারে, ঘূর্ণিঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ থেকে নিম্নচাপের আশঙ্কা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা।
এতে আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে আগামীকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের কিছু স্থানে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও আছে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই বলছেন আবহাওয়াবিদেরা।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি হতে পারে আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার। এতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার এর প্রভাবে বেশির পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে এই নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা নেই।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদও জানিয়েছেন, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তবে এ থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের বিভিন্ন এলাকায়।
আবহাওয়া অফিস আগামীকাল বুধবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে। সেখানে বলা হয়েছে, এ সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা আছে।
বিআলো/শিলি