• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার আরও আট 

     dailybangla 
    27th May 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    মো. খালেক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার রহস্য উদঘাটনসহ আরও আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

    গ্রেফতারকৃতরা হলো- ১। মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি (২৫) ২। মেহেদী হাসান (২৫) ৩। নাহিদ হাসান পাপেল (২১) ৪। মো. রিপন (২০) ৫। মো. সোহাগ (৩৩) ৬। মো. রবিন (১৮) ৭। মো. হৃদয় ইসলাম (২৪) ও ৮। সুজন সরকার (২৭)।

    এর আগে গত ১৩ মে ঘটনার রাতেই ডিএমপির শাহবাগ থানা পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে। তারা হলো- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। হত্যায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হলো।

    ডিবি সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৫ তারিখ রাত অনুমান ১১.৪৫ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে খুন হন। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। ঘটনা সংঘটনের সাথে সাথেই ঢাকা মেট্টোপলিটন পুলিশ ঘটনার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের নিমিত্ত তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং ঘটনার রাতেই তিন জনকে আহত অবস্থায় গ্রেফতার করে।

    নিবিড় তদন্তের স্বার্থে পরবর্তীতে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তদন্তভার প্রাপ্তির পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ইতোপূর্বে গ্রেফতার তিনজনের নিকট প্রাপ্ত তথ্য ও তথ্য-প্রযুক্তি সহায়তায় ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে। ডিবির একাধিক দল গত কয়েকদিনে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে উক্ত আট জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তন্মধ্যে দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

    গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য মতে ঘটনায় ব্যবহৃত দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

    বিআলো/নিউজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930