অবিলম্বে বিচার না করলে আমরা ধরে নিবো এটা শিবিরের প্রশাসন: ফুয়াদ রাতুল
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচীতে শাহবাগবিরোধী ঐক্যর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জোটের নেতাকর্মীরা।
আজ বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ -এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা।
এসময় আন্দোলনকারীরা ‘ছাত্র শিবিরের সন্ত্রাসী হামলার বিচার চাই’,‘নিরাপদ ক্যাম্পাাস নিশ্চিত কর,’ ‘একাত্তর হারে নি,হেরে গেছে হাসিনা,’ ‘চব্বিশের চেতনা,সন্ত্রাসী হামলা না’,‘যেই প্রশাসন সন্ত্রাশ পোষে সেই প্রশাসন চাই না’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন
কর্মসূচীতে গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন,গণতান্ত্রিক আন্দোলন যে কারো সাংবিধানিক অধিকার। অতীতে আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ এই অধিকারে বাঁধা দিত,নিপীড়ন চালাতো তেমনি এই চব্বিশ পরবর্তী সময়ে ছাত্রশিবির এর কাছ থেকে একই আচরণ দেখতে পাচ্ছি।তারাও ছাত্রলীগের কায়দায় আমাদের উপর হামলা করেছে,শুধু একবার না পরপর তিনবার দফায় দফায় ওরা আমাদের উপর হামলা করেছে এবং এই হামলা পরিকল্পিত ভাবে চালানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন এই ব্যাপারে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে পারে নি।আমরা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার চাইতে গেলাম তখন দেখতে পেলাম তারা চা খাচ্ছে আর সিসিটিভি ভিডিও দেখছে তারা একটিবারের জন্যও সংঘর্ষ ঠেকাতে আসে নি।তারা অবিলম্বে এই হামলার যদি বিচার না করে আমরা ভেবে নিবো এটা শিবিরের প্রশাসন এবং এই প্রশাসন এর অপসারণ চাইতে বাধ্য হব।
ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ বলেন ছাত্রলীগ যে কায়দায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালাতো ঠিক সেভাবেই গতকাল গণতান্ত্রিক ছাত্রজোটের উপর সেই একই স্থানে শিবির নৃশংস ও বর্বর হামলা চালিয়েছে।’
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসে গণতান্ত্রিক সহবস্থান এবং ভিন্নমত দমন কিভাবে করছে। তাছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সংহতি জানিয়ে চট্টগ্রাম শহরে গণতান্ত্রিক ছাত্রজোট যে মিছিল করে সেখানেও জামায়াত, শিবির ও বাংলাদেশের কিছু পুলিশ হামলা চালায়।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার (২৭মে) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে গণতান্ত্রিক ছাত্র জোট (বাম) মশাল মিছিল আয়োজন করলে সেখানে শাহবাগ বিরোধী স্লোগান তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে শাহাবাগ বিরোধী ঐক্য’র নেতাকর্মীরা। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুড়ে এসে জড়ো হয় পরিবহন মার্কেটে। একপর্যায়ে সমাবেশে উপস্থিত শাহাবাগ বিরোধী নেতা-কর্মীরা তাঁদের দিকে তেড়ে আসেন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।পরে তাদের মাঝে চেয়ার, ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে দুই গ্রুপের অন্তত দশজন নেতাকর্মী আহত হন।
বিআলো/তুরাগ