• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারিগরি শিক্ষার গুরুত্ব ও বিটিআই-এর ভূমিকা শীর্ষক সেমিনার 

     dailybangla 
    28th May 2025 11:10 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: কেরানিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব এবং কারিগরি শিক্ষার প্রসারে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট (বিটিআই)-এর ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রিনাত ফৌজিয়া, উপজেলা নির্বাহী অফিসার, কেরানিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মহসিনুল করিম (অব.), সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ, এ.কে.এম. নওশেরুল আলম, সিনিয়র জি.এম.,বসুন্ধরা ফাউন্ডেশন এবং কাজী মো. শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

    বিশেষ অতিথি মেজর মো. মহসিনুল করিম (অব.) বলেন, বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। বিটিআই এর একটি সফল উদাহরণ, যা দেশব্যাপী দক্ষ জনবল তৈরি করছে। করিম আরো বলেন যে, কেরানিগঞ্জ এলাকায় কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে অত্র এলাকার জীবন মানের উন্নয়নে বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট অংশীজন হতে চায়। এই বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

    সেমিনারে কাজী মো. শওকত-উল ইসলাম, অধ্যক্ষ, বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউট কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা, কর্মসংস্থানে এর অবদান এবং বিটিআই-এর প্রশিক্ষণ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। বিটিআই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে, যারা পরে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পখাতে কর্মসংস্থান পাচ্ছে।

    এ.কে.এম. নওশেরুল আলম তার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যদি দক্ষতায় রূপান্তর করা না যায়, তবে তা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অন্যদিকে, কারিগরি শিক্ষার মাধ্যমে এই তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আমরা একটি উৎপাদনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারি।

    সভাপতির বক্তব্যে মো. জাকির হোসেন মোল্লা বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সহজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও বড় ধরনের অবদান রাখা সম্ভব।

    সেমিনারে কেরানিগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এই সেমিনারের মাধ্যমে কেরানিগঞ্জে কারিগরি শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিটিআই-এর ভূমিকা আরো সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031