• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তুমুল বৃষ্টি উপেক্ষা করেই চলছে পশুর হাটে বেচাকেনা 

     dailybangla 
    29th May 2025 6:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সকাল থেকে বৈরী আবহাওয়া। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর প্রভাব পড়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সাপ্তাহিক পশুর হাটে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ছোট ছোট নসিমন ও করিমনে গরু নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা।

    চলছে দরদাম, দেখাশোনা আর পশু বাছাইয়ের ব্যস্ততা। ঈদের আমেজে জমে উঠেছে এই হাট। গরুর পাশাপাশি কিছু সংখ্যক ছাগলও দেখা গেছে হাটজুড়ে। বিক্রেতারা বলছেন, ভালো দাম পেলে গরু বিক্রি করে দেবেন, না হলে অপেক্ষা করবেন মূল হাটের জন্য।

    হুমায়ুন নামের এক বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে হাটে ব্যাপারী বা ক্রেতার উপস্থিতি কম। তবে বেচাকেনা হচ্ছে। দাম গত বছরের মতোই আছে। খুব বেশি বাড়েনি। আর গরুর খাবারের দাম তুলনামূলক বেশি। যার কারণে গরুর দাম বেড়ে যায়।

    রফিক নামের আরেক বিক্রেতা বলেন, বেচা না হলে অন্য হাটে নিয়ে যাবো। ৩ টা গরু এনেছি ৩টাই রয়ে গেছে। কেনা দামে ছেড়ে দিবো। আর হাটে এখনও গরু ওঠেনি। ব্যাপারীরা বাড়ি বাড়ি গিয়ে এখনও গরু কিনতেছে। আগামী বৃহস্পতিবার এখানে শেষ হাট হবে। সেদিন আরও গরু উঠবে।

    সুমন নামের এক ক্রেতা বলেন, ‘বৃষ্টির কারণে মাঠে পানি আর কাদা। যার কারণে কাছে গিয়ে গরু দেখার সাহস পাচ্ছি না। ভাবতেছি কয়েকদিন পর আবার আসব। এখনও সময় আছে।’

    এদিকে, খুলনা বিভাগে এ বছর কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, ১০ জেলায় কোরবানির উপযোগী পশুর সংখ্যা ১৪ লাখ ৩৪ হাজার ৫৭৮টি, যেখানে চাহিদা ১০ লাখ ৪৬ হাজার ৬৮৯টি। সে হিসেবে প্রায় ৩ লাখ ৮৭ হাজার ৮৮৯টি পশু অতিরিক্ত রয়েছে। ফলে কোরবানির পশুর কোনো সংকটের শঙ্কা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এরই মধ্যে, খুলনার বিভিন্ন হাটে জমতে শুরু করেছে কোরবানির পশু। আগামী ১ জুন থেকে খুলনার জোড়াগেটে শুরু হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। স্থানীয় ব্যবসায়ী ও খামারিরা আশা করছেন, তখন থেকেই জমে উঠবে মূল বেচাকেনা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930