ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস
মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন। এছাড়াও সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তাগণ তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এটি অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাঁরা উল্লেখ করেন যে তামাক কোম্পানিগুলো নানা ধরনের কৌশল অবলম্বন করে নতুন প্রজন্মকে আসক্ত করতে চায়, যা রুখতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যাবশ্যক। তামাক ব্যবহারজনিত রোগসমূহ যেমন—ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসযন্ত্রজনিত জটিলতা ইত্যাদির পরিসংখ্যান তুলে ধরে বলেন, একটি তামাকমুক্ত সমাজ গঠনে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।
আলোচনা সভা শেষে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষ্যে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভার মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে তামাক বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বিআলো/তুরাগ