কেরোসিনের দাম বাড়ল, পেট্রোল-অকটেন-ডিজেলে ছাড়
নিজস্ব প্রতিবেদক: কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। সরকারের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, ডিজেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে, আর পেট্রোল ও অকটেনের দাম কমেছে ৩ টাকা করে।
শনিবার এক প্রজ্ঞাপনে এই চার পণ্যের নতুন দাম ঘোষণা করে জ্বালানি বিভাগ। যা ১ জুন থেকে কার্য
নতুন মূল্য অনুযায়ী: ডিজেল: ১০২ টাকা প্রতি লিটার, কেরোসিন: ১১৪ টাকা প্রতি লিটার, পেট্রোল: ১১৮ টাকা প্রতি লিটার, অকটেন: ১২২ টাকা প্রতি লিটার। এর আগে মাসে (মে) ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৪ টাকা, পেট্রোলের দাম ছিল ১২১ টাকা এবং অকটেন বিক্রি হয়েছিল ১২৫ টাকায়। এপ্রিল মাসে এসব পণ্যের দাম ছিল আরও ১ টাকা বেশি।
আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায়শই ওঠানামা করলেও, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম নির্ধারিত হতো সরকারের সিদ্ধান্তে এবং তুলনামূলকভাবে অনিয়মিতভাবে। এতে কখনও অতিরিক্ত মূল্য দিয়ে ক্ষতিগ্রস্ত হতো সাধারণ ভোক্তা, আবার কখনও বিশ্ববাজারে দাম বাড়লেও দেশীয় বাজারে সমন্বয় না করায় লোকসান গুনতে হতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসিকে।
সরকার ২০২৩ সালের মার্চ থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে। এর ফলে প্রতি মাসেই নতুন দাম নির্ধারিত হচ্ছে, যা ভোক্তা ও বাজার উভয়ের জন্য স্বচ্ছতা তৈরি করছে।
এই উদ্যোগের সূচনা হয় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর। গত বছরের ৩১ আগস্ট প্রথমবারের মতো এই স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার।
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে মিল রেখে এখন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো বা কমানো হচ্ছে, যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ—দুই পক্ষই ভারসাম্য বজায় রাখতে পারে।
বিআলো/সবুজ