জাপানের সঙ্গে শক্তিশালী সম্পর্কের আহ্বান প্রধান উপদেষ্টার
অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। জাপান সফরের সময় টোকিওতে জাপানি সম্প্রচারমাধ্যম NHK-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, জাপান যেন এশিয়ায় নেতৃত্বের ভূমিকায় এগিয়ে আসে এবং বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করে। তিনি জানান, বাংলাদেশের তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে জাপানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার পদত্যাগের পর ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পদত্যাগের পেছনে ব্যাপক ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা মুখ্য ভূমিকা পালন করে।
সম্প্রতি দেশীয় গণমাধ্যমে ড. ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক দলসমূহ ও সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ এবং প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে বাধার কারণেই এ গুঞ্জন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, NHK-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে সরাসরি কিছু বলেননি।
তিনি বলেন, “নির্বাচনের পূর্বে যতটা সম্ভব সংস্কার সম্পন্ন করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি শাসন কাঠামো গড়ে তোলা যা দমন-পীড়নের হাতিয়ার হবে না। আমরা চাই না পূর্বের সেই নীতি, কাঠামো ও বিচারব্যবস্থা ফিরে আসুক, যা জনগণের অধিকার হরণে ব্যবহৃত হয়েছে।”
প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, যা পূর্বেই ঘোষণা করা হয়েছে।
বিআলো/সবুজ