জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: আগামী ২২ জুন (রবিবার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২২ জুন সকাল ৮ ঘটিকা থেকে শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইনিস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার জন্য বলা হয় এবং ইনিস্টিটিউট, বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
রেজিস্ট্রার দপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়টি মসৃণভাবে শুরু হোক।এ লক্ষ্যে একাডেমিক ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত শিক্ষা পরিবেশ গড়ে উঠবে।
উল্লেখ্য, চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়।
বিআলো/তুরাগ