খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছায় বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের শীর্ষ নেতারা। শনিবার (৭ জুন) বিকেলে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নেত্রীর সঙ্গে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও মনোবল অটুট রয়েছে। দেশবাসীর জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।
বহুদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বর্তমানে গুলশানের বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। দীর্ঘ কারাবন্দি সময় এবং অসুস্থতার কারণে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকলেও, দলীয় নেতাদের সঙ্গে ঈদের দিনটি কাটে আন্তরিক পরিবেশে।
বিআলো/সবুজ