জনস্বাস্থ্য অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী মীর আব্দুস সাহিদ
dailybangla
09th Jun 2025 6:50 pm | অনলাইন সংস্করণ
এম এ মান্নান: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেলেন মীর আব্দুস সাহিদ। গত ৪ জুন ২০২৫ রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখার উপসচিব মোঃ হাসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে মীর আব্দুস সহিদকে প্রধান প্রকৌশলীর (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়।
এর আগে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পূর্ত) ও একাধিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তিনি একজন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে।
বিআলো/তুরাগ