করোনা সতর্কতায় সীমান্তে কঠোর নজরদারি, ভোমরা ইমিগ্রেশন প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে সতর্কতা জোরদার করা হয়েছে। যাত্রীদের শারীরিক তাপমাত্রা মাপা, মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়া এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্কতা কার্যকর করা হয়।
তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, তথ্য সংরক্ষণ এবং নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান মণ্ডল জাগো নিউজকে বলেন, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৩০০ জন থাকে। আমাদের এখানে মেডিকেল টিম সব সময় কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬০ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আমরা ৮২ জনকে পরীক্ষা করেছি। পাশাপাশি যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়তি সতর্কতার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিআলো/সবুজ