• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইহরাম নিম বাথিং বার-এর মোড়ক লঞ্চিং ও ঈদ পুনর্মিলনী 

     dailybangla 
    11th Jun 2025 7:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: হামদর্দ বাংলাদেশ- এর প্রধান কার্যালয়ের মিলনায়তনে ‘ইহরাম নিম বাথিং বার’-এর আকর্ষনীয় নতুন মোড়কের লঞ্চিং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার (১১ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

    সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক পরিকল্পনা, উন্নয়ন, মার্কেটিং অ্যান্ড সেলস্ অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন।

    প্রধান অতিথির বক্তব্যে ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠান দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, যা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি হামদর্দ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাই, আপনারা নিজে ও পরিবারের জন্য হামদর্দের ওষুধ ও পণ্য ব্যবহার করুন। এটি কেবল স্বাস্থ্যরক্ষাই নয়, প্রতিষ্ঠানের প্রতি আস্থারও প্রতিফলন।

    সভাপতির বক্তব্যে অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন বলেন, “হামদর্দ সবসময় প্রাকৃতিক ও কার্যকর পণ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আজ যে ‘ইহরাম নিম বাথিং বার’-এর মোড়ক উদ্বোধন হলো, তা এমন একটি স্বাস্থ্যবান্ধব পণ্য যা জীবাণুনাশক ও ত্বক-সুরক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।”

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক প্রশাসন আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স (অ.দা) মিজানুর রহমান, উপ-পরিচালক ফাউন্ডেশন আবদুল হক, উপ-পরিচালক মার্কেটিং ডা. তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভেলপমেন্ট আবু জাফর সাদেকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    অনুষ্ঠানে আকর্ষনীয় নতুন মোড়কে উপস্থাপিত ‘ইহরাম নিম বাথিং বার’-এর কার্যকারিতা, প্রাকৃতিক উপাদান ও সংবেদনশীল ত্বকে এর ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা হয়। নিম তৈল ও ভিটামিন ই সমৃদ্ধ এই সাবান ত্বককে জীবাণুমুক্ত, সতেজ ও সুগন্ধময় রাখে; এটি চুলকানি, ফুসকুড়ি, ঘাম ও অন্যান্য ত্বকজনিত সমস্যায় বিশেষ কার্যকর। হামদর্দের এই উদ্ভাবন স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031