• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মির্জাগঞ্জে ঘুরে বেড়াচ্ছে দুর্ধর্ষ সন্ত্রাসী মনির তালুকদার, জনমনে আতঙ্ক 

     dailybangla 
    11th Jun 2025 10:43 pm  |  অনলাইন সংস্করণ

    মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা, পা-কাটা, হত্যা চেষ্টা ও নারী ধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মনির তালুকদার। তিনি দিবালোকে হাটবাজারে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। এতে করে সৃষ্টি হয়েছে জনমনে আতঙ্ক। মনির তালুকদারের বিরুদ্ধে ভয়ংকর অপরাধের এতোগুলো মামলা থাকা স্বত্বেও পুলিশ তাকে গ্রেফতার না করায় জনমনে তৈরি হয়েছে চরম মাত্রার ক্ষোভ।

    জানা যায়, এই মনির তালুকদার মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এমপি জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহচর এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর একান্ত লোক হিসেবেও পরিচিত। উপজেলার মাধবখালী ইউনিয়নের বাসিন্দা এই মনির তালুকদার।

    তিনি আওয়ামী লীগের ১৭ বছরে সন্ত্রাস, চাঁদাবাজি করে অনেক টাকার মালিক হয়েছে। তিনি ক্ষমতার বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে শুরু করে ত্রাসের রাজত্ব। ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া কোনো কাজ করতো না তিনি। সাধারণ জনগণ তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো। মানুষের পা কাটা, নির্মমভাবে চাপাতি দিয়ে মানুষকে কোপানো, চোখ তুলে দেওয়া, লুটপাট, চাঁদাবাজি, জমি দখলসহ এমন কোনো অপরাধ নাই, যা তিনি করেননি। তিনি বিরোধী রাজনৈতিক দলের লোকজনের উপর চালিয়েছে নির্মম বর্বরতা।

    আওয়ামী লীগের ১৭ বছরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের লোকজন এলাকায় শান্তিতে থাকতে পারেনি। বিএনপির অসংখ্য লোক তার ও তার সন্ত্রাসী বাহিনীর দ্বারা হামলা মামলার শিকারে হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু সে এখনো আগের মতোই অপরাধ করে চলছে। কিছুদিন আগেও তিনি ও তার সন্ত্রাসী বাহিনী সেচ্ছাসেবক দলের এক নেতাকে চাপাতি রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ মামলা থাকা স্বত্বেও এমন একজন দুর্ধর্ষ সন্ত্রাসী কি করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেন তাকে পুলিশ গ্রেফতার করছে না, এনিয়ে সাধারণ মানুষের মনে তৈরী হয়েছে চরম ক্ষোভ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031