মাগুরায় বিবিআইসি ৩৪ বাফার গুদাম উদ্বোধন
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: বিবিআইসি ৩৪ বাফার গুদাম ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টায় মাগুরা শহরের শিমুলিয়ায় বাফার গুদাম প্রকল্প উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সচিব মোঃ ওবায়দুল রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম মাগুরা জেলা প্রশাসক, মিনা মাহমুদা পুলিশ সুপার মাগুরা, মোঃ ফজলুল রহমান, সভাপতি ও চেয়ারম্যান বিবিআইসি ও অতিরিক্ত সচিব।
এ সময় শিল্প মন্ত্রণালয় সচিব মোঃ ওবায়দুল রহমান তিনি বলেন,
কৃষকদের কথা ভেবে মাগুরা শহরের শিমুলিয়ায় ৫. ২,৬ একর জমির উপর বিবিআইসি বাফার গুদামের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন।
অনুষ্ঠানের আয়োজন করেন ৩৪ বাফার গুদাম নির্মাণ প্রকল্প, বিবিআইসি। এ সময় প্রধান অতিথি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে ৩৪ টার মধ্যে ৩২ টার কাজ সম্পন্ন হয়েছে।
মাগুরাতে ৫.২,৬ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, এখানে ১৫ হাজার মেট্রিক টন স্যার রাখা যাবে, এবং প্রকল্পের ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে, বৃহস্পতিবার মাগুরা শিমুলিয়াতে ভিত্তি স্থাপন করেন, তিনি আরো বলেন, মাগুরার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, তাদের কথা ভেবেই আমরা এই কাজ করছি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক এমবি বাকের সহ প্রমুখ।
বিআলো/তুরাগ