ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এমিরেটসের নতুন রুট চালু
নিজস্ব প্রতিবেদক: বিখ্যাত বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন পূর্ব এশিয়ায় তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ভিয়েতনামের ডানাং এবং কম্বোডিয়ার সিয়েম রূপে নতুন ফ্লাইট চালু করেছে। নতুন এ রুটগুলো ব্যাংকক হয়ে পরিচালিত হবে।
এই নতুন সংযোজনের ফলে পূর্ব এশিয়ার ২৩টি গন্তব্যে এখন এমিরেটসের নিয়মিত ফ্লাইট পরিচালিত হচ্ছে। দুবাই–ব্যাংকক–সিয়েম রূপ রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে। এর ফলে কম্বোডিয়ায় পরিচালিত মোট ফ্লাইট সংখ্যা দাঁড়ালো সপ্তাহে ১০টিতে, যা ইতিপূর্বে নমপেন রুটে চলমান দৈনিক ফ্লাইটের সঙ্গে যুক্ত হলো।
অন্যদিকে, ভিয়েতনামের পর্যটন ও বাণিজ্যিক কেন্দ্র ডানাং–এ ফ্লাইট চালুর মাধ্যমে দেশটিতে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫টিতে। সম্প্রতি ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েত জেট এবং সান গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন হাবের সঙ্গে এমিরেটসের সংযোগ আরও মজবুত হয়েছে।
উল্লেখ্য, এই দুই রুটেই ব্যবহৃত হবে সুপরিসর এবং আধুনিক বোয়িং ৭৭৭–৩০০ইআর বিমান, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। দুবাই থেকে ব্যাংকক হয়ে যাত্রীরা একই টিকিটে সিয়েম রূপ ও ডানাং–এ পৌঁছাতে পারবেন। পাশাপাশি, এই নতুন রুটগুলো এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কে যাত্রীদের নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা প্রদান করবে।
বিশ্লেষকরা মনে করছেন, এমিরেটসের এই পদক্ষেপ ভিয়েতনাম ও কম্বোডিয়ার পর্যটন ও ব্যবসায়িক খাতে ইতিবাচক প্রভাব ফেলবে, পাশাপাশি অঞ্চলটির সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোর সংযোগ আরও সহজ হবে।
বিআলো/সবুজ