চিতলমারীতে এনসিপি কমিটিতে আওয়ামী নেতাদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ইসমাইল হোসেন: বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতলমারী উপজেলা এনসিপির সদস্য মো. জাকারিয়া খান। তিনি এই বক্তব্যে জানান, গত ৩ জুন জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি গঠনে আন্দোলন সংশ্লিষ্ট প্রকৃত কর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে।
এই অসন্তোষের জেরে ১১ জুন (বুধবার) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট মাজার গেট এলাকায় এনসিপির চিতলমারী উপজেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা এনসিপির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলাম। এ ঘটনায় আহত নুরুল আমিন শেখের পক্ষ থেকে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জাকারিয়া খান আরও অভিযোগ করেন, শারাফাতুল ইসলাম ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁতী লীগের নেতৃত্বে ছিলেন। তার হাত ধরেই আওয়ামী লীগ ঘরানার লোকেরা এনসিপির দলে প্রবেশ করেছে।
এই পরিস্থিতিতে চিতলমারী উপজেলা এনসিপির নেতাকর্মী মো. জাকারিয়া খান, নুরুল আমিন শেখ, রানু আক্তার, সাজ্জাদ গাজী মিটুনসহ অনেকেই দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
তারা এনসিপির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলের প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে আওয়ামী ঘরানার লোকদের বাদ দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছেন।