• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    হোস্টেলের ছাদে মিলল বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স, জানা যাবে দুর্ঘটনার কারণ 

     dailybangla 
    14th Jun 2025 10:39 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ব্ল্যাকবক্স।

    শুক্রবার (১৩ জুন) শহরের মেঘানিনগর এলাকার একটি চিকিৎসক হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে তদন্তকারী দল।

    দেশটির অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, গুজরাট সরকারের ৪০ জন কর্মকর্তার সহায়তায় এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ব্ল্যাকবক্সটি উদ্ধার করে। তদন্তকারীরা আশা করছেন, এটির বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

    উল্লেখ্য, ‘ব্ল্যাকবক্স’ নাম হলেও এর রং উজ্জ্বল কমলা। স্টিল ও টাইটেনিয়াম দিয়ে নির্মিত এই যন্ত্র সাধারণত দুটি অংশে বিভক্ত। ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। এতে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এমনকি দুর্ঘটনার সময় ককপিটে পাইলট ও এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কথোপকথনও এতে রেকর্ড হয়।

    বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় শহরের জনবসতিপূর্ণ মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে এটি।

    বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। প্রশাসনের তথ্যমতে, ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন একজন ব্রিটিশ নাগরিক, বিশ্বাসকুমার রমেশ। এছাড়া দুর্ঘটনায় হোস্টেলের পাঁচজন বাসিন্দাও প্রাণ হারিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত অন্তত ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    শুক্রবার দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031