• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আবারো সীমান্ত দিয়ে তিন জনকে পুশইন করলো বিএসএফ 

     dailybangla 
    14th Jun 2025 7:55 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক চাপে পুশইন হওয়া তিনজনকে আটক করেছে বিজিবি। এছাড়া উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও তিনজনকে পুশইনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় তারা শুন্য রেখায় অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

    শনিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ওই ৩জনকে পুশইন করায়।

    বিজিবির কাছে আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সাতপোতা গ্রামের মকবুল গাজীর ছেলে শহীদুল গাজী, কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা ও নড়াইল জেলার কালিয়া থানার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা।

    জানা গেছে, দশ বছর আগে অবৈধভাবে সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই তিনজন। সেই থেকে ওই তিনজন ভারতের মহারাষ্ট্রে রাজমিস্ত্রীর কাজ করতেন এবং সেখানেই বসবাস করে আসছিলেন। এমতাবস্থায় শনিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতীয় বিএসএফ। এসময় স্থানীয় জনগণ তাদের আটক করে বিজিবি হাতে সোপর্দ করে। পরে বিজিবি হাতীবান্ধা থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

    এদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও ৩জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বর্তমানে ওই তিনজন ভারত বাংলাদেশ সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সীমান্তে অবস্থান নিয়েছে।

    এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা যাচাই করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যের সত্যতা পেলে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031