গলাচিপার চরকাজলে ভয়াবহ আগুনে একাধিক দোকান পুড়ে ছাই
তথ্য চিত্র: মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বড় চরকাজল ১নং ওয়ার্ডের পুরান বাজারে এ অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাজারের সুভাস চন্দ্র দাসের সেলুনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পাশের দোকান ও ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং চারটি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরগুলোর মধ্যে রয়েছে, সুভাস চন্দ্র দাসের সেলুন ঘর, মোঃ ইব্রাহিম সরদারের একটি দোকানঘর ও মোঃ রফিকুল ইসলাম মোল্লার দুটি দোকানঘর।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। স্থানীয়রা পানি ও বালতির মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালালেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদ হাসান বলেন, “চরকাজল ইউনিয়নের পুরান বাজারে অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্তদের সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রানা বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী তাদের সহযোগিতা দেওয়া হবে।” তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিআলো/সবুজ