কন্যাসন্তান জন্মে ‘মিষ্টির বদলে বালু’ পিতার আচরণে সমালোচনা
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কন্যাসন্তান জন্মের পর নবজাতককে দেখতে গিয়ে এক পিতার ‘অস্বাভাবিক আচরণে’ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও শ্বশুরবাড়ির সদস্যরা। অভিযোগ উঠেছে, সন্তানের জন্ম উপলক্ষে মিষ্টির বদলে প্যাকেটে করে তিনি বালু ও মাটি নিয়ে যান।
ঘটনাটি ঘটে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের বড় ধনতোলা গ্রামে। অভিযুক্ত মোকছেদুল ইসলামের এক বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের কাজাইকাটা গ্রামের আছমা খাতুনের সঙ্গে। গত ১১ জুন আছমার কোলজুড়ে একটি কন্যাসন্তান জন্ম নেয়। ওই দিনই মোকছেদুল নবজাতককে দেখতে শ্বশুরবাড়িতে যান।
শ্বশুরবাড়ির অভিযোগ, ছেলেসন্তানের প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি মিষ্টির পরিবর্তে বালু ও মাটি ভর্তি প্যাকেট নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়।
আছমা খাতুন জানান, গর্ভাবস্থায় স্বামী তাকে নির্যাতন করতেন এবং বলতেন, “ছেলে হলে ভালো, মেয়ে হলে সমস্যা।” কন্যাসন্তান জন্মের পর এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
অভিযোগ অস্বীকার করে মোকছেদুল দাবি করেন, তিনি এক কেজি মিষ্টি ও নবজাতকের জন্য পোশাক নিয়ে গিয়েছিলেন। শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে এসব অভিযোগ তুলেছে।
এ বিষয়ে দাঁতভাঙা ইউনিয়নের ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি জানতে পেরে খোঁজ নিয়েছি। অভিযোগ সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক এবং মানবিক মর্যাদার পরিপন্থী।”
বিআলো/সবুজ