যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর এক হাজার কোটি টাকার সম্পদ জব্দ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ জব্দ করেছে। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ৩৪৩টি ফ্ল্যাট ও প্লট, যার আনুমানিক মূল্য ৭৩.১৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০২৫ কোটি টাকা। এছাড়া, তার নামে থাকা ব্যাংক হিসাবে থাকা আরও ২.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩৫ কোটি টাকা) জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, সম্প্রতি লন্ডন সফরকালে এনসিএ’র সঙ্গে বৈঠক হয় এবং পাচারকৃত সম্পদের একটি তালিকা হস্তান্তর করা হয়। এরপরই এই সম্পদ জব্দ সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সাবেক ভূমিমন্ত্রীর মালিকানাধীন ৩৪৩টি ফ্ল্যাট/প্লট এবং ১০টি প্রতিষ্ঠানে শেয়ার ২০২৪ সালের ১৬ অক্টোবর যুক্তরাজ্যের আদালতের আদেশে ক্রোক করা হয়। এসব সম্পদ জেডএস প্রোপার্টিজ নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন। পরে যুক্তরাজ্যের কেন্দ্রীয় কর্তৃপক্ষ বরাবর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (MLA) অনুরোধ পাঠানো হয়।
দুদক চেয়ারম্যান বলেন, “এই অর্জন বাংলাদেশের দুর্নীতিবিরোধী অভিযানে আন্তর্জাতিক সহযোগিতার এক বড় উদাহরণ।”
বিআলো/সবুজ