ঢাবি ও হাইকোর্ট এলাকায় পড়ে থাকা ৭টি ককটেল উদ্ধার, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট মাজার গেট সংলগ্ন এলাকা থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেলগুলো ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (আইন) ভবনের পাশে একটি গাছের নিচে প্রথমে ৬টি ককটেল পড়ে থাকতে দেখেন নিরাপত্তা কর্মীরা। সন্দেহজনক বস্তু দেখে তারা প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে খবর দেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
একই দিনে ভোরে হাইকোর্ট মাজার গেট এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল গেটের সামনে বিস্ফোরিত হয়, অপরটি রাস্তার অপর পাশে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানান, “নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখে সন্দেহ করেন। খুলে দেখতে পান লাল টেপ মোড়ানো ককটেল রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, “বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বিআলো/সবুজ