• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের দাবি যৌক্তিক: রিজওয়ানা হাসান 

     dailybangla 
    16th Jun 2025 7:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি যৌক্তিক উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।

    সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের নামে প্রস্তাবিত ১০০ একর জমি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, “আপনারা অনেক বছর ধরে চেষ্টা করছেন। বাংলাদেশে দীর্ঘ প্রচেষ্টা ছাড়া কিছুই হয় না। শুধু আপনারা না, আরও অনেক বিশ্ববিদ্যালয়ও এভাবে চেষ্টা করছে। আমরা সংস্কারের কথা বলি যেন সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি।”

    রিজওয়ানা হাসান আরও বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাব একনেক সভায় উঠেছে। এটি প্রয়োজন, এ বিষয়ে কারও দ্বিমত নেই। আমরা মূলত জায়গাটি উপযোগী কি না, তা দেখতে এসেছি।”

    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান উপাচার্য অধ্যাপক ড. এসএম হাসান তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক হোসেন।

    পরে একাডেমিক হলরুমে স্থায়ী ক্যাম্পাস বিষয়ক একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এরপর উপদেষ্টা নদীপথে বাঘাবাড়ী ঘাট থেকে বড়াল নদী পাড়ি দিয়ে তিন নদীর মোহনায় অবস্থিত প্রস্তাবিত ক্যাম্পাস এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ, ইউএনও কামরুজ্জামান, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তারা।

    ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসের অভাবে ভাড়া বাসা ও বিভিন্ন কলেজে পাঠদান চালিয়ে যাচ্ছে।

    ২০১৮ সালে প্রকল্প প্রস্তাব দেওয়া হলেও তা আটবার সংশোধনের জটিলতায় আটকে যায়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি তোলেন।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকল্প ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা প্রস্তাব করে। পরিকল্পনা কমিশন তা থেকে আরও ৮০ কোটি টাকা ছাঁটাই করে সুপারিশ করে। পরবর্তীতে ৬ মে একনেক সভায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পায়।

    এর ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পথ সুগম হলো, যা বিশ্ববিদ্যালয় পরিবারে আনন্দের সঞ্চার করেছে।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930