দিনাজপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাগর (১৮)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামসাগর এক্সপ্রেস ট্রেনে করে গাইবান্ধার বোনারপাড়া স্টেশন থেকে পার্বতীপুর যাচ্ছিলেন সাগর। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় অনেক যাত্রীর মতো তিনিও ছাদে উঠে যাত্রা করছিলেন। দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে, ট্রেনটি পার্বতীপুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সময় ছাদে দাঁড়িয়ে সাগর হাত উঁচু করলে তার হাত একটি ওয়াটার পাইপে আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম।
নিয়মবহির্ভূতভাবে ট্রেনের ছাদে যাত্রা করা বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয়। নিরাপদ যাত্রার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সচেতনতা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
বিআলো/সবুজ