মাগুরায় ছাত্রদল নেতার খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: জুলাই-আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মাগুরায় গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বী’র খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৬ জুন) দুপুরে সরকারি হোসেন শহীদ সোহারাওয়র্দী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম।
সমাবেশে বক্তরা বলেন, শহীদ মেহেদী হাসান রাব্বী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। এ সময় বক্তারা শহীদ রাব্বীর খুনিদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
প্রসঙ্গত, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকার পতনের মিছিলে শহরের ঢাকা রোড ব্রিজের উপর গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এ ঘটনায় গত ১৩ আগস্ট শহীদ রাব্বীর ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। শহীদ মেহেদী হাসান রাব্বী শহরের বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।
বিআলো/তুরাগ