ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সুমন সরদার: ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন শনিবার ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ-সময় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. ইসমাইল হোসেন , অফিসার ইনচার্জ, রাজাপুর থানা, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ অফিসার, মাদক উদ্ধারে পুলিশ সুপার সম্মাননা সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম এবং শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মোহা.আব্দুর রাশেদসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগন উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ