ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের বোমা হামলায় নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা হামলা চালিয়েিছি ইসরায়েল। এতে দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক, অপরজন প্রশাসনিক কর্মকর্তা।
মঙ্গলবার (১৭ জুন) আইআরএনএ জানায়, সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে বোমা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান। হামলায় দুই জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সংবাদ সম্পাদক নিমা রজবপুর, অপর জন প্রশাসনিক কর্মকর্তার মাসুমেহ আজিমি।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলো ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।
বিআলো/শিলি