• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পূর্বাচলে প্লট দুর্নীতি: শেখ হাসিনাকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ 

     dailybangla 
    17th Jun 2025 4:28 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। আগামী ১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    দুদকের বিশেষ কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর আসামিদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করা যাবে এবং মামলাগুলো বিচারের জন্য অন্যত্র স্থানান্তর করা হবে।

    মামলার কার্যক্রম অনুযায়ী, মঙ্গলবার ছিল আসামিদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ। তবে ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে পুলিশ এখনো প্রতিবেদন দাখিল করেনি। এসব মামলায় নতুন করে ১ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

    মামলার অন্য আসামিরা হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফিউল হক, মোহাম্মদ খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, সাইফুল ইসলাম সরকার, কাজী ওয়াছি উদ্দিন এবং শহীদ উল্লা খন্দকার।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায়। ওইদিনই তিনি পদত্যাগ করে ভারতে চলে যান। তার পরিবারের সদস্যরাও দেশ ছেড়ে চলে যান।

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক ২০২৪ সালের ডিসেম্বর থেকে অনুসন্ধান শুরু করে। পরে পৃথকভাবে ছয়টি মামলা দায়ের করে সংস্থাটি। ইতোমধ্যে মামলাগুলোর চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় আগে থেকেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930