• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিবেশবাদী ১৭টি সংগঠনের প্রতিবাদ সমাবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ বাড়ানোর দাবি 

     dailybangla 
    17th Jun 2025 9:15 pm  |  অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহ পরিবেশবাদী ১৭টি সংগঠন। আজ মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় কয়লা ও এলএনজিতে জাপানের বিনিয়োগ বন্ধের আহ্বান জানানো হয়।

    রাজধানীর শ্যামলী পার্ক মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। বক্তৃতা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এ এস এম বদরুল আলম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আহবায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম, সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, ইকুইটিবিডি’র নেটওয়ার্ক কো-অর্ডিনেটর মোস্তফা কামাল আকন্দ, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটি (জিএলটিএস)’র চেয়ারপার্সন রাওমান স্মিতা, সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, ব্রাইটারসের সাইদুর রহমান সিয়াম, সিপিআরডি’র নূর আতায়া রাব্বি, খাসি স্টুডেন্টস ইউনিয়নের ব্লেস্মি বাড়ৈ, চলনবিল রক্ষায় আমরার মেহনাজ মালা, ইউক্যানের যুধিষ্টির চন্দ্র বিশ্বাস প্রমূখ।

    সমাবেশে মূল বক্তব্যে শরীফ জামিল বলেন, জুন মাসে জাপানের কর্মপরিকল্পনা করা হয়। আমরা জানতে পেরেছি আবারো বাংলাদেশে অনেকগুলো এলএনজি টারমিনাল স্থাপনের মাধ্যমে গ্যাস বিস্তারের পরিকল্পনা করা হচ্ছে। আমরা তা চাইনা। আমরা চাই, জাপান যেন নবায়নযোগ্য জালানী প্রকল্প স্থাপনের দিকে ধাবিত হয়। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    কৃষক নেতা বদরুল আলম বলেন, জাপান বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে, কিন্তু এর ফলে কি ক্ষতি হচ্ছে তা আমরা জানিনা। ওই বিনিয়োগের ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাড়ছে। এতে উত্তরবঙ্গে খরা ও মরুকরণ হচ্ছে, ঋতুচক্রে পরিবর্তন হচ্ছে। অথচ আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রচুর সুযোগ রয়েছে। আশা করি, জাপান এই বিনিয়োগ থেকে বের হয়ে আসবে।

    সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র বলেন, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর ফলে অসংখ্য মানুষ জীবিকা হারাচ্ছে, তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। আমাদের প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে পদক্ষেপ নিবে।

    চলনবিল রক্ষায় আমরার মেহনাজ মালা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে চলনবিলের অবস্থা এখন সংকটপন্ন। কৃষকরা দুর্বিষহ জীবনযাপন করছে। খরা মৌসুমে মাটির ৫ ফুট নিচে পানি তোলার জন্য মেশিন স্থাপন করতে হচ্ছে, বর্ষা মৌসুমে বৃষ্টির আগেই পানিতে ফসলের ক্ষেত ভরে যাচ্ছে।

    ব্রাইটারসের সাইদুর রহমান সিয়াম বলেন, জাপানের গ্যাস প্রকল্প সম্প্রসারণের ফলে কার্বন নিঃসরণ আরো বেড়ে যাচ্ছে। জাপানের এলএনজি সম্প্রসারণের টার্গেট পূরণে বাংলাদেশসহ অন্যান্য দেশে এলএনজি টার্মিনাল স্থাপন করছে। এর মাধ্যমে জাপান আমাদেরকে বিভ্রান্ত করছে।

    সমাবেশে শাওন মাইম একাডেমী পরিবেশিত মুখাভিনয়ের মাধ্যমে জীবাশ্ম জ্বালানি’র ব্যাবহারের কারণে পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে এবং এর ফলে মানুষের জীবন ও জীবিকা তুলে ধরা হয়।

    সমাবেশে আশা করা হয়, জাপান সরকার বাংলাদেশ এবং অন্যান্য এশীয় দেশগুলিকে আরো জীবাশ্ম জ্বালানির দিকে ঠেলে দেওয়া বন্ধ করবে এবং তাদের সংস্থাসমূহ তাদের নীতি ও কার্যক্রম পরিবর্তন করে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরের দিকে অগ্রসর হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930