নোয়াখালীর সুধারাম মডেল থানা পরিদর্শন করলেন এসপি আব্দুল্লাহ্-আল-ফারুক
সুমন সরদার: নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্-আল-ফারুক। ১৭ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩ টায় সুধারাম মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন এবং বিভিন্ন রেজিস্টারসমূহ পরিদর্শন করেন। এছাড়া ও অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেসের রান্না,খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
পরিশেষে পুলিশ সুপার থানায় আগত বিভিন্ন সেবা প্রত্যাশীদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং দ্রুততম সময়ে আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোহাম্মদ ফয়েজ উদ্দীন,সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলামসহ সুধারাম মডেল থানার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ