মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
এই প্রতিপাদ্যে মাগুরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫ । বৃহস্পতিবার ( ১৯ জুন ) মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এই জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম, খামারবাড়ি, মাগুরা।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশি ফল প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষক, কৃষিবিদ ও রাজনৈতিক ব্যাক্তি শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি ফল শুধু পুষ্টিতে সমৃদ্ধ নয়, আমাদের সংস্কৃতিরও অংশ। তাই বিদেশি ফলের প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, দেশি ফলের চাষ বাড়ানো জরুরি।
আরোও ও বলেন, দেশি ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তাল ইত্যাদির পুষ্টিগুণ অনেক বেশি। এসব ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে।
এমন মেলা জেলায় ফল উৎপাদনে ও মানুষকে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোজাম্মেল হক সহ প্রমুখ ।
বিআলো/তুরাগ