• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের রাজস্ব আহরণ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    19th Jun 2025 9:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরের মে মাস পর্যন্ত রাজস্ব আহরণ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ-এর সভাপতিত্বে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ, ঢাকায় পদস্থ কমিশনার/মহাপরিচালকগণ, প্রথম ও দ্বিতীয় সচিবগণ (কাস্টমস ও ভ্যাট অনুবিভাগ) অংশগ্রহণ করেন এবং ঢাকার বাইরে পদস্থ সহকারী কমিশনার হতে কমিশনার/মহাপরিচালক পর্যন্ত কর্মকর্তাগণ জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন।

    আলোচনায় অংশ নিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. আবদুর রহমান খান এফসিএমএ বলেন, চলতি অর্থবছরের শেষ সময়ে সবার লক্ষ্য যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এ ক্ষেত্রে টার্গেট ভিত্তিক রাজস্ব আদায়ের ওপর তিনি জোর দেন। বকেয়া আদায়ের জন্য বিশেষ উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি।

    তিনি সভায় অংশগ্রহণকারী কমিশনারগণের কাছে আলাদা আলাদা ভাবে তাদের অধিক্ষেত্রে রাজস্ব আদায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং চলতি অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত হন।
    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, রাজস্ব বেশি আদায় করা মানে দেশের ঋণ কমিয়ে আনতে সহায়তা করা। তিনি রাজস্ব আদায় বাড়াতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

    সভায় জানানো হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের মে’২৫ মাস পর্যন্ত রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা ৩৯৪৪৬০.৪৫ কোটি টাকা। এ পর্যন্ত আহরণ হয়েছে ৩২৭৭৮২.২৬ কোটি টাকা। রাজস্ব আহরণের সংশোধিত লক্ষমাত্রা অর্জনের হার ৮৩.১০ শতাংশ এবং গত অর্থবছরের এ সময়ের তুলনায় আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ।

    অন্যানের মধ্যে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সবাই অর্থবছরের বাকী দিনগুলোতে রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031