কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে মো. রকি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (২৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় রকিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রকি কামরাঙ্গীরচরের এসহাক মেম্বার গলির বাসিন্দা আমান মিয়ার ছেলে।
রকিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রুবেল জানান, পূর্ব শত্রুতার জেরে রকির সঙ্গে স্থানীয় পলাশ মেম্বারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ধারালো অস্ত্র দিয়ে রকির বাম বুকে আঘাত করেন। রকি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
বিআলো/সবুজ