• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

     dailybangla 
    23rd Jun 2025 6:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ সচিবালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে ঢাকার লেক সোর হাইটস হোটেলে আয়োজিত “কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালা” উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    দিনব্যাপী এই কর্মশালায় ঢাকা ও আশপাশের জেলার যুব সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিসহ প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

    প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “কমনওয়েলথ চার্টার গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, আইনের শাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত অঙ্গীকার। এটি ৫৬টি দেশের ২.৫ বিলিয়ন মানুষের জন্য একটি নৈতিক দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।”

    তিনি বলেন, “গত ১৬ বছরে কর্তৃত্ববাদী শাসনের ফলে মতপ্রকাশের স্বাধীনতা হরণ, ভোটাধিকার অস্বীকার, সংবাদপত্রের স্বাধীনতা দমন এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে জাতীয় সম্পদ ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।”

    তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনসমূহ নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ইতোমধ্যে ১২১টি সংস্কার প্রস্তাব চিহ্নিত করেছে, যেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুত।”

    উপদেষ্টা জানান, জাতীয় ঐক্যমত্য কমিশন অন্যান্য সংস্কারের ক্ষেত্র ও সময়সীমা নির্ধারণে কাজ করছে এবং ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র কখনো সংকুচিত হবে না এবং নাগরিকদের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত থাকবে।”

    যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “কমনওয়েলথ চার্টারে অন্তর্নিহিত মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়ে তরুণরা জাতি গঠনের চলমান প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর লুইস ফ্রানসিসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930