নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক নূরে আলম আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল্লাহ রাসেল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সাংবাদিকদের অবশ্যই পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য পরিবেশন করা সাংবাদিকতার মূলনীতি। সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি, যাতে তারা নির্ভয়ে এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে পারে।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব না করে সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে সাংবাদিকতা করতে হবে। এই নীতি অনুসরণ করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
সভা শেষে ঈদ উপলক্ষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।
বিআলো/তুরাগ