পন্টুনের সঙ্গে ধাক্কায় নদীতে পড়ে জেলে নিখোঁজ
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মো. আল আমিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাগর থেকে মাছ ধরে তিনি আজ সকালে ট্রলারে করে তীরে ফিরছিলেন।
ট্রলারের মালিক আসাদুল প্যাদা জানান, “সকাল ৯টার দিকে ট্রলারটি সাগর থেকে ফিরে লঞ্চঘাটে ভেড়ে। এ সময় হঠাৎ করে পন্টুনের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। ধাক্কার কারণে আল আমিন ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে যায়।”
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় তিনি নিজে ট্রলারে ছিলেন না।
ঘটনার পর থেকে স্থানীয়রা নৌ-পুলিশের সহযোগিতায় নদীতে জাল ফেলে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, “পন্টুনে ট্রলার বাঁধার সময় জেলে আল আমিন পা পিছলে নদীতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।”
বিআলো/সবুজ