সৌদি ঘাঁটি থেকে ইরানের দিকে মার্কিন যুদ্ধবিমানের অগ্রযাত্রা
আন্তর্জাতিক ডেক্স: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যে সৌদি আরবের বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের দিকে যাত্রা করেছে বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এর প্রতিক্রিয়ায় এ মোতায়েন জোরদার করা হচ্ছে।
বিশ্ব মিডিয়ার খবরে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্টিলথ বোম্বার ও টমাহক মিসাইল ব্যবহার করে ইরানের ফোরদো, নাটাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ‘আল-উদেইদ’-এ ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। তবে মিসাইলগুলো প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানানো হয়।
এমন প্রেক্ষাপটে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসসহ একাধিক ঘাঁটিতে F-16, F-22 ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এসব যুদ্ধবিমান এখন অবস্থান নিচ্ছে ইরানের যেকোনো নতুন হামলা প্রতিহত করার প্রস্তুতিতে।
বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে তা সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে, যা সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।
উল্লেখ্য, আন্তর্জাতিক কূটনৈতিক মহলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি।
বিআলো/সবুজ