• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জার্মান রাষ্ট্রদূতের বিদায় ও অ‍্যালুমনিদের ঈদ আনন্দ এক মঞ্চে 

     dailybangla 
    24th Jun 2025 10:46 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জার্মান বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ‍্যালুমনি এসোসিয়েশন অফ জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ (AAGUB)-এর ব্যতিক্রমধর্মী উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ সন্ধ্যা কাটলো রাজধানীতে।

    গত ২৩ জুন (রবিবার) রাজধানীর মোহাখালীস্থ ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে উদযাপিত হয় জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার-এর বিদায় সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী।

    অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন AAGUB-এর সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন খান।

    রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার তাঁর বক্তব্যে বাংলাদেশে দায়িত্ব পালনের সময়কালের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে আশাবাদী ভবিষ্যতের দিকনির্দেশনা দেন।

    দেশের নানা প্রান্ত থেকে আগত অ‍্যালুমনি সদস্য, শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞজনদের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবার অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930