বিএনপি মব জাস্টিসের কর্মকাণ্ড সমর্থন করে না: রুহুল কবির রিজভী
dailybangla
24th Jun 2025 2:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মব জাস্টিসের নামে কোন ধরনের কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ জুন) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিন সিইসি দায়ী থাকলেও আইন সম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আদালতে পুলিশের উপস্থিতিতে কীভাবে আসামিরা হেনস্তা হন, এমন প্রশ্নও রাখেন তিনি।
বিআলো/শিলি