করোনার নতুন ধরনের সংক্রামণ, যে পরামর্শ চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদক: আবারও দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসকরা। সর্বোচ্চ সচেতনতা মেনে চলার পরামর্শ তাদের।
ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন, যারা ভর্তি আছেন বেশির ভাগের অবস্থা উন্নতির দিকে। কোভিডের চার ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ।
এদিকে, মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আয়োজনে করোনার সাম্প্রতিক প্রবণতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপস্থিত চিকিৎসকরা বলেন, বর্তমানে রোগীরা ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছেন। তবে এতে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়াতে হবে।
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, ভাইরাসগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবার অবহেলাও করা যাবে না। তাই আমরা কোভিডকে ভয় পাবো না, কিন্তু সতর্ক হবো।
চলতি বছরে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৬ জন মারা গেছেন। একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিআলো/শিলি