কনস্টেবল তরিকুলের বিরুদ্ধে ভয়াবহ মামলা বাণিজ্যের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানার কনস্টেবল এসএম তরিকুল ইসলামের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ ‘মামলা বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ। অভিযোগ অনুযায়ী, আইনজীবী পরিচয়ধারী কিছু অসাধু ব্যক্তির সাথে যোগসাজশে তিনি যাত্রাবাড়ী এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও আড়ত মালিকদের ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।
জানা গেছে, তরিকুল মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখিয়ে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে ভুয়া মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে মৃত বা আহত ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে মামলা সাজিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তরিকুলের বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী ব্যবসায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে লিখিত অভিযোগ করেছেন। ইতোমধ্যে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
এক ব্যবসায়ী অভিযোগ করেন, “তরিকুল পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা চায়। টাকা না দিলে আদালতে মিথ্যা মামলা করে। তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না।”
আরেকজন বলেন, “আমার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে। না দিলে মিথ্যা মামলা ঠুকে দেয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এছাড়াও অভিযোগ রয়েছে, তরিকুল সাবেক ওসি ও আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে আসছেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার কোটাকোল গ্রামে।
এলাকাবাসীর দাবি, তরিকুলের দুঃশাসনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হয়।
বিআলো/সবুজ