মোহাম্মদপুরে বিশেষ অভিযানে পাঠালি গ্রুপের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেফতার
মো. খালেক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত আনুমানিক দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় অভ্যন্তরীণ বিরোধের জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন ও পিঁপড়া রাজিবসহ ১০-১২ জন মিলে একই গ্রুপের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে।
অভিযানের ধারাবাহিকতায় ২৩ মে রাত ৯:৩০টার দিকে রায়ের বাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩:৩০টায় কাদিরাবাদ এলাকা থেকে শরীফকে এবং পরবর্তীতে বোটঘাট খালপাড় থেকে আরও একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ১৬ জন হলেন:
১. সাবিত ইবনে (৩৩)
২. রফিকুল ইসলাম (১৮)
৩. ফারুক (২৭)
৪. আরিফ (২৬)
৫. সাজ্জাদ (২২)
৬. আলামিন (২৮)
৭. রাকিব মিয়া (৩০)
৮. ইয়াসিন (২০)
৯. শরিফ (২৪)
১০. মেহেদি হাসান বাপ্পি (২৪)
১১. সলেমান (২০)
১২. আখতারুজ্জামান টিটপ (৫৭)
১৩. বায়োজিদ ওরফে রানা (২৫)
১৪. রায়হান (২৭)
১৫. রাজু (৩০)
১৬. সুজন (২৫)
এর আগে একই মামলায় গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকেও গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই রাতে অপর একাধিক মামলায় অভিযুক্ত আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বিআলো/তুরাগ