ঝড়ের পূর্বাভাস–শম্পি জামান
dailybangla
25th Jun 2025 1:57 am | অনলাইন সংস্করণ
চারপাশে ঝড়ের ইঙ্গিত,
নীলা বসে আছে ধোঁয়ায় ভরা এক কাপ চায়ের সামনে।
সে চুমুক দেয় আর তাকিয়ে থাকে দূরের আকাশে,
ভেতরে অস্থির ভাবনায় ডুবে আছে।
তার কপালে চিন্তার রেখা,
পা টলমল করে—ঘরের ভেতরে হেঁটে বেড়ায় এদিক-ওদিক।
আজ তার কোনো কাজ নেই, কেবল ভাবনা।
যে ঝড় চলছে তার মনে,
তা চোখে দেখা যায় না, বোঝাও যায় না।
চোখের কোণ দিয়ে অশ্রু ঝরে পড়ে—
রাত কেটে ভোর হয়ে আসে।
ভালোবাসা ছিল নির্মল,
ছিলো পবিত্র অনুভব আর গভীর মমতা।
কিন্তু সংসারে পা রাখার পর,
সে বুঝলো—সেখানে কোনো সুরক্ষা ছিল না, ছিল না কোনো দেয়াল।
স্বামী ছিল নেশাগ্রস্ত,
প্রতিদিন চলত নির্যাতন।
আস্তে আস্তে ভালোবাসা শেষ হয়ে গেল,
সবকিছু ধ্বংস হয়ে ছারখার।
নীলা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে,
তার মন আজ ফাঁকা, নিঃসাড়—
সে যেন মাথায় “১০ নম্বর বিপদ সংকেত” নিয়ে
নিজের জীবনের এক ভয়াবহ খেলায় পা রাখে।
লেখিকা: শম্পি জামান
বিআলো/তুরাগ